পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বোরহান উদ্দীন (৩০) ও প্রাণ কৃষ্ণ (২০)।
আটক বোরহান উদ্দীন কালিয়াগঞ্জ এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ও প্রাণ কৃষ্ণ কালিয়াগঞ্জ ডাংগাপাড়া এলাকার কেশব চন্দ্রের ছেলে।
৩ মে (সোমবার) দিনগত রাত ১১টার সময় উপজেলার দাড়িপাড়া ব্রিজের উপর থেকে তাদের আটক করে বোদা থানা পুলিশ। এসময় এক কেজি গাঁজাসহ একটি হিরোহোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসময় তাদের কাছে থাকা ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ২২ হাজার টাকা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর ৪ মে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।