বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে চলছে কঠোর লকডাউন । এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। আগামী বুধবার(২১,জুলাই) ঈদ।।আর ঈদ এর আনন্দ সবার মাঝে সমান ভবে ভাগাভাগি করতে মদন উপজেলার এসব অসহায়, দুস্থ, ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন মদন উপজেলার পৌর ছাত্রলীগের,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হেদায়েতুল হক চৌধুরী ।
মঙ্গলবার (২০ জুলাই) মদন উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায়, দুস্হ ও দিনমুজুরদের হাতে তুলে দেয় এই ত্রান ও ঈদ উপহার।
ছাত্রলীগ নেতা মোঃ হেদায়েতুল হক চৌধুরী ত্রাণ ও ঈদ উপহার বিতরণ
এর সময় আমাদের বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। সেই কথা মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন।। সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
এই সময় মদন উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।