নেত্রকোণার মদনের পল্লীতে ১৬ই মে রবিবার সকালে বৃষ্টিসহ
বজ্রপাতে এক বর্গাচাষীর তিনটি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার তিয়শ্রী ইউনিয়নের গাবরতলা গ্রামের বর্গাচাষী শুকুর মিয়া (৫৫) বসত বাড়ির গোয়াল ঘরে উপর বজ্রাঘাতের ফলে এই দূর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ শুকুর মিয়া কাঁদতে কাঁদতে জানান, বসত ভিটে ছাড়া আমার আর কোন সহায় সম্ভল নাই। অন্যের জমি চাষসহ দৈনিক মুজুতে কাজ করে অনেক কষ্টে টাকা জমিয়ে গরু কিনে লালন পালন করছিলাম। সুখ আমার কপালে সইলনা আজ বজ্রপাতে সব শেষ হয়ে গেল। এমন দূর্ঘটনায় গ্রামবাসিও হতবাক হয়ে পরেছে।মৃত তিনটি গরুর আনুমানি বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
মদন উপজেলার নির্বাহী অফিসার বুলবুল আহমেদ বলেন, দরিদ্র কৃষকের তিনটি গরু বজ্রপাতে মারা যাওয়ার কথা স্থানীয় জনপ্রতিনিধিসহ সোস্যাল মিডিয়ার মাধ্যমে আমি জেনেছি। বিষয়টি খুবই দূঃখ জনক। সরকারি সহায়তা হিসাবে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ শুকুর মিয়াকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।