মনপুরা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে খরিপ-১/মৌসুমে কৃষি প্রণোদনা (আউশ) উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় মনপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫শ’ প্রান্তিক কৃষকদে মাঝে বিনামূল্যে কৃষিপ্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, মনপুরা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ টিটু ভূইঁয়া।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ছালাহউদ্দিন, মনপুরা ইউপি সচিব মোঃ ইয়াজউষিদ্দন(সিরান)সহ সকল ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার ৪টি ইউনিয়নে সর্বমোট ৫শ’ প্রান্তিক কৃষক এই কৃষি প্রণাদনা পাবেন। প্রতিজন কৃষক ৫কেজি আউশ ধান, এম.ও.পি সার ১০ কেজি ও ডি.এম.পি সার ২০ কেজি করে পাবেন।