1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজানুর রহমান আকন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অমর ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরী ও পুষ্পস্তবক অর্পন বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান বশির আহমেদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলোনা কলেজ শিক্ষার্থী লাকির বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে ইয়াংছা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী ভিতরণ লামার ইয়াংছা বাজারে ভয়াবহ আগুন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার ভুল তথ্য প্রকাশের প্রতিবাদ জানিয়ে লামায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী’র সংবাদ সম্মেলন কুড়িগ্রামে মাদক বিরোধী জনসচেতনতা সভা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মসজিদের সমাজের চাঁদার টাকা না দেওয়ায় লাশ কবরস্থানে দাফন করতে দেয়নি মসজিদ সভাপতি

৫ মাসের মসজিদের মাসিক চাঁদা বকেয়া থাকায় কবরস্থানে লাশ দাফন করতে দেয়নি মসজিদের সভাপতি আক্কাস আলী। এমন কি মৃত ব্যক্তির লাশ বহন করতে খাটিয়া নেয়া হলে তা নিয়ে আসতে বলে আক্কাস আলী, পরে রাস্তার পাশে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মোহাম্মদ ইরফান(২৮) এর লাশ দাফন করা হয়।

বান্দরবান এর লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বদুর ঝিরি মসজিদে এই ঘটনা ঘটে।

মসজিদ সভাপতি আক্কাস আলী(৩৫) বদুর ঝিরি এলাকার নুরুল আলমের ছেলে। বিষয়টি জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় ওঠে।

এ বিষয়ে মসজিদ সভাপতি আক্কাস আলীর সাথে কথা বল্লে তিনি জানান দুইবছর আগে ইরফান ও তার শশুর সমাজ থেকে বের হয়ে যাবে বলে এর পর থেকে সমাজের কোন ধরনের চাঁদা দেয়নি, এ কারনে আক্কাস আলী তাকে সমাজের কবরস্থানে দাপন করতে দেয়নি।

স্থানীয়রা জানান, মসজিদের ইমামকেও জানাযার নামাজের ইমামতি করতে দেওয়া হয়নি। এবং মৃত ব্যাক্তির নামে মসজিদের মাইকে মাইকিং করতে পর্যন্ত দেওয়া হয়নি।

এবং অন্য মসজিদ থেকে খাটিয়া ও ইমাম এনে মৃত ব্যাক্তির লাশ দাপন করে বলে জানিয়েছেন স্হানীয়রা।

এদিকে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মৃত ইরফান খুব ভালো ও ভদ্র ছেলে ছিলো, তার থেকে সমাজে এতো টাকা পাবেনা, আর যদিও বা সমাজে টাকা পেয়ে থাকে তাহলে সেইটা পরে দেখা যায়তো, আগে লাশ দাপন করা হচ্ছে আমাদের সকালের দায়িত্ব,
সমাজে এমন ঘটনা কে সবাই নিন্দা জানিয়েছেন।

এলাকার যুবসমাজ ও মৃত ব্যক্তি ইরফানের শশুর কবির আহাম্মদ বিষয় টি ইয়াংছা ক্যাম্প কমান্ডার কে জানালে বিকাল ৫টায় বসার কথা ছিলো, বিকাল ৫টায় ৭ নং ওয়ার্ড এর মেম্বার কামাল উদ্দিন সহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত হলেও মসজিদ সভাপতি আক্কাস আলী উপস্থিত হয়নি, তাকে একাদিক বার কল করার পরেও ক্যাম্পে আসেনি, এবং পরবর্তী তে তার মোবাইল ফোন বন্ধ করে রাখে সে।

এসময় আগামী শুক্রবার জুমার নামাজ এর পর ইয়াংছা বদূর ঝিরি মসজিদে সবাই কে নিয়ে বসে সমস্যা টির সমাধান করবেন বলে জানিয়েছেন ৭নং ওয়ার্ড এর মেম্বার জনাব কামাল উদ্দিন।

সমাধান টি এলাকাবাসীর মনের মতো না হলে লামা থানার কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন ইয়াংছা ক্যাম্প কমান্ডার।

আজ বুধবার (০৭ জুলাই) সকাল ১০ টার ঘটনা।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD