রাজনীতি নিয়ে কথা বলেন না, এমন মানুষে সংখ্যা খুবই কম। আর আমরা তো বাঙালি! রাজনীতি নিয়ে কথা হবে না, সেটা তো বড্ড বেমানান। চায়ের টেবিলে, বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা রেস্তোরাঁয় খেতে বসলেই যেন কোনো এক কথার মাঝখানে আমাদের রাজনীতির কথাবার্তা শুরু হয়।
প্রবাসে এই কথাগুলো দেশের চেয়ে কম নয়, যেন আরও বেশি। অভিবাসন সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে একটি প্রজন্ম এখনো যুক্তরাষ্ট্রে আসছেন। সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই ধরে নেওয়া যায়, আমাদের বাংলাদেশ থেকে যারা আসবেন তারা সব সময় নিজ দেশের রাজনীতির ছায়া নিয়ে আসবেন।
এবার দৃষ্টি দেওয়া যাক যুক্তরাষ্ট্রের রাজনীতির দিকে। মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। এর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা যুক্তরাষ্ট্রের। করোনায় ইতিমধ্যে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে যখন মৃত্যুর আতঙ্ক, ঠিক সেই সময় প্রেসিডেন্ট ও বিপক্ষ দলের প্রেসিডেন্ট প্রার্থীরাও ছিলেন রাজনীতি নিয়ে ব্যস্ত। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জিততে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে হারানোর জন্য জনসাধারণের কাছে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন।