পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মোঃ খালেক হাওলাদার (৫৫) পিতা-মৃত্যু মোহাম্মদ হাওলাদার নামে এক টিউবওয়েল শ্রমিকের বৈদ্যুতিক তারে শক লেগে মৃত্যু হয়।
পারিবারিক সুত্রে জানা যায় নিহত ব্যক্তি তারই ফুফাতো ভাই পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ ফারুক হোসেনের টিউবওয়েলের সাইডে শ্রমিক হিসাবে কাজ করত, যে সাইডটি ছিলো বেতাগী উপজেলার নেয়ামতিতে, কাজ করার সময় জরুরী প্রয়োজনে বৈদ্যুতিক তার লাগাতে গেলে অসাবধানতার কারনে শক লাগে, পরে আশেপাশের লোকজন দ্রুত সুবিদখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যু ঘোষনা করেন।