আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে সমগ্র বাংলাদেশে নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ প্রকল্প ( ২ য় পর্যায়) আগামী ২০ জুন ২০২১ খ্রি. মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন কার্যক্রম বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আজ ১৮ জুন শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস লিখিত বক্তব্য পেশ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন,মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩ শত ৪০ টি গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ নির্মিত বাড়ীগুলো ২০ জুন ২০২১ তারিখ ১০: ৩০ মিনিটে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২য় পর্যায়ে শুধুমাত্র ক’ শ্রেণিভুক্ত ব্যক্তিদের গৃহ প্রদান করা হচ্ছে। ভূমিহীনদের অগ্রাধিকার দিয়ে খাস জমি বরাদ্দ দিয়ে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। বিনামূল্যে শুধু একটি স্থায়ীভাবে ঠিকানাই নয়,প্রদত্ত বাড়ীগুলো বেশ উন্নতমানের সরঞ্জাম দিয়ে আধুনিক ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। সেমিপাকা প্রতিটি বাড়ীতে থাকছে দুটো বেডরুম,একটা রান্নাঘর,একটা বাথরুম এবং প্রশস্ত বারান্দা। ঘরের উপরে উপরে লাগানো হয়েছে উন্নতমানের রঙ্গিন টিনের চাল। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং পরিবীক্ষণে সম্পন্ন হচ্ছে দেশব্যাপী গৃহ নির্মাণের এই মহাযজ্ঞ। ২য় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্প থেকে এ উপজেলায় ২২৫ টি গৃহের বরাদ্দ পাওয়া যায় তন্মধ্যে- ১৯৭ জন উপকারভোগীকে খাসজমি বন্দোবস্তপূর্বক কবুলিয়ত সম্পন্ন করে নামজারি করে দেয়া হয়েছে,১০০ গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ চলমান।
তিনি আরো বলেন,উপকারভোগী ২২৫ জনের মধ্যে ১০ বিধবা,০৪ জন স্বামী পরিত্যক্তা,০৪ জন বিপত্নীক এবং অন্যান্যদের মধ্যে শারীরিক প্রতিবন্ধীসহ অসহায় ও দুঃস্থ রয়েছে। এছাড়াও এই উপজেলায় ব্যক্তি উদ্যোগে নির্মিত ঘরের সংখ্যা ০২ ( দুই) টি যাহা জনাব মোঃ আবু জাফর,মান্যবর রাষ্ট্রদূত,সংযুক্ত আরব আমিরাত এবং জনাব মোঃ শামছুল আলম,প্রকল্প পরিচালক,তত্ত্বাবধায়ক প্রকৌশলী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,ঢাকা কর্তৃক নিজস্ব অর্থায়নে নির্মিত। ২য় পর্যায়ে সরকারি বরাদ্দ প্রাপ্ত ২২৫ টি ঘরের মধ্যে ১০০ টি গৃহ সম্পূর্ণভাবে ২০/০৬/২০২১ তারিখ উদ্বোধনের জন্য প্রস্তুত। অবশিষ্ট ১২৫ টি নির্মাণাধীন রয়েছে।
তিনি আরো বলেন,আশা করা যায় ৩০ জুন ২০২১ তারিখের মধ্যেই সমাপ্ত করা সম্ভব হবে। জেলা প্রশাসনের কঠোর তদারকিতে এই কার্যক্রম সুষ্ঠ ও মানসম্মতরূপে বাস্তবায়িত করা সম্ভবপর হয়েছে। বিশ্ব সভায় মানবিকতার অনন্য নজির স্থাপনকারী সর্ববৃহৎ মহতী এই কর্মযজ্ঞে সামিল হতে পেরে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি,১১১,পটুয়াখালী-১ এবং চেয়ারম্যান উপজেলা পরিষদ,মির্জাগঞ্জ সহ অন্যান্য পরিষদ বর্গকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই কার্যসম্পাদনে সহযোগিতা করেছেন তাদের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।
লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।