মোহনগঞ্জ থানাধীন আদর্শ নগর তদন্ত কেন্দ্রের এসআই শুভাশীষ গাঙ্গুলির প্রচেষ্টায় মাদক বিরোধী অভিযানে ২কেজি ৯০০গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে, আদর্শ নগর এলাকা থেকে হাতনাতে গ্রেফতার করে আজ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামী ১/শিস আহমেদ, পিতা মৃত আসরাফ উদ্দিন,গ্রাম- দৌলতপুর, (শ্যামারচর),থানা- শাল্লা, জেলা- সুনামগঞ্জ।
আসামী ২/মোঃ তোফাজ্জল (১৮),পিতা মৃত- শাহ আলম,সাং- উজানগাগাও,থানা – শাল্লা,জেলা- সুনামগঞ্জ।
এই বিষয়ে এস আই শুভাশীষ গাঙ্গুলি আর এম সি টিভি নিউজকে জানায়, এই মাদকের অভিযান সবসময় অব্যাহত থাকবে।