ময়মনসিংহ মহানগরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলেই দিতে হচ্ছে জরিমানা। ১৪ তারিখ ২য় লকডাউনের শুরু থেকে সারা শহরে টহল দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিজিবি। যেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছে তাকেই স্বাস্থ্যবিধি লঙ্ঘনের খেসারত দিতে হচ্ছে। লকডাউনের নতুন বিধিমালা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান (মুদি দোকান, কাঁচা বাজার, মাছুয়া বাজার,) স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৩ পর্যন্ত ক্রয়-বিক্রয় করতে পারবে। সেই বিধিমালা অনুযায়ী নগরের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানদার ও ব্যবসায়ী কেনা-বেচা চালিয়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করছেন। ময়মনসিংহ মহানগরের নতুন বাজারের মুদি দোকানদার মোহাম্মদ হেলাল উদ্দিন আরএমসি টিভিকে বলেন বিকাল ৩টার মধ্যেই দোকান বন্ধ করতে হয় নয়তো জরিমানাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে হয় দোকানদার ব্যবসায়ীদের। তাছাড়া জমিমানার স্বীকার হতে হচ্ছে মাস্কহীন জনসাধারণেরও। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায় রমজান মাসে লকডাউনের জন্য তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও অটোরিকশা ব্যতীত বন্ধ রয়েছে সকল ধরনের গণপরিবহন।