1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

যশোরে হঠাৎ আকাশে মেঘ থাকাই মজুরী দাম বেশি

যশোর জেলাসহ আশেপাশে ঝিনাইদহ, নড়াইল, খুলনা সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার সন্ধা থেকে আকাশে মেঘ দেখা যাই। মাঝে মাঝে হালকা মাঝারী ধরনের বজ্রপাতসহ বৃষ্টি হয়। এদিকে যশোরে কেশবপুরসহ আশেপাশে থানাগুলোতে 50% ধান কৃষকরা বাড়িতে উঠাতে পারিনি। আজ বৃহস্পতিবার সকালে মোড়ে মোড়ে সহ বাড়িতে বাড়িতে মজুরীর খোঁজে আসেন স্থানীয় অনেক বিত্তবান কৃষকসহ অনেকে। মজুরী সংখ্যা কম থাকায় দ্বিগুন মূল্য দিতে রাজি বিত্তবান কৃষকসহ অনেকে।
স্থানীয় সূত্রে জানা যাই, যে মজুরীর সংখ্যা কম থাকাই অধিক মূল্য দিয়ে মজুরী নিতে আমরা রাজি, কারন আকাশের যে অবস্থা, এই মূহুর্তে মাঠ থেকে ধান বাড়িতে আনতে পারলে, ব‍্যপক ক্ষতি হবে ধানের,, বলেন স্থানীয় কৃষকরা।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD