আজ ২৪ জুন রোজ বৃহস্পতিবারের ঘটনা রংপুর জেলার আমাশু কুকরুল মধ্যপাড়া নিবাসী মোহাম্মদ আরাফাত হোসেন তনময় গতকাল রাত (৮)থেকে নিখোঁজ ছিল । অনেক খোঁজা খুজির পর রাতে তার সন্ধান মেলেনি। পরবর্তীতে আজ সকালে আরাফাতের স্বজনরা লোক মারফত জানতে পারে তনময় নতুন মন্দির সংলগ্ন বাঁশ বাগানে জাম্বুরা গাছে লাইলন রশি দিয়ে ফাশ দিয়ে আত্মহত্যা করেন । উল্লেখ্য যে আরাফাত হোসেন তনময় তাজহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রথম বর্ষের ছাত্র ছিলেন। কিছুদিন আগে নারী শিশু মামলায় তিন মাস হাজতবাস ছিলেন । এরপর জামিনে বের হয়ে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন । পরশুরাম থানা ওসি লাশ সুরতহাল এর জন্য নিয়ে যায়।