চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত প্রথম দিনে গংগাচড়া উপজেলার জিরো পয়েন্টে পুলিশ ও আনসার বাহিনীর মাধ্যমে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার ০১ জুলাই উপজেলার আওতাভুক্ত সকল দোকান পাট সকাল থেকেই বন্ধ রয়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে এবং জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশ ও আনসার সদস্যরা টহল এবং চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়ন করতেছে।
তবে গংগাচড়া সানাবিল সুপার মার্কেট ও সিএনজি স্ট্যান্ড সড়কে সাধারণ পাবলিক নানা অজুহাতে চলাচল করতেছে এবং গুটিকয়েক অটো স্বল্প যাত্রী নিয়ে চলাচল করতেও দেখা যায়।আবার অনেকেই হেটে ও বাই সাইকেল এবং মোটরসাইকেল চালিয়ে নিজ নিজ গন্তব্য ও জরুরী সেবা কর্মসংস্থানে যাচ্ছে।
দায়িত্বরত পুলিশ সদস্য মোঃআখের বলেন,
করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকারি নির্দেশনায় সারাদেশে এই লকডাউন পালিত হচ্ছে যেভাবেই হোক আমরা সদা চেষ্টা করবো লকডাউন বাস্তবায়ন করার।
সবাইকে আমার আহ্বান আপনারা মাস্ক পরুন এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন।
লকডাউন চলাকালে জরুরী সেবা, কাচাঁবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে তবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।শপিংমল,চায়ের দোকান,হোটেল/রেস্তোরা,মোবাইল শপ বন্ধ রয়েছে।
শুধুমাত্র ঔষধ / ফার্মেসী খোলা আছে।