রাজবাড়ীর সদর উপজেলার দাদশী ইউনিয়নে আগমাড়াই ও বক্তারপুর গ্রামে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দির দুটি হলো আগমাড়াই বারোয়ারী মাতৃ মন্দির ও বক্তারপুরের পারিবারিক মন্দির। রোববার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। আগমাড়াই বারোয়ারী মাতৃ মন্দির কমিটির সভাপতি অসীম কুমার দাস বললেন, আমাদের এলাকায় আমাদের ধর্মের সবাই সহার্দ সম্পত্তির মধ্যে বসবাস করি। রোববার রাত প্রায় সাড়ে ১২টার পর আমরা বাসায় চলে যাই যাওয়ার আগে মন্দিরে আমাদের দেবী মা কে দেখে যাই । সোমবার ভোরে সাড়ে ৬টায় মন্দিরে যাওয়ার পরে দেখি মন্দিরে প্রতিমা নেই। প্রতিমা দেখা যায় রাস্তায় পড়ে আছে । মহাদেবের হাত, পা ও মাথা ভেঙে ফেলা হয়েছে। পাশে আরো একটি পারিবারিক মন্দিরের সরস্বতী প্রতিমা রাস্তার উপরে এনে রাখা রাখা হয়েছে । ধারণা করা হয়েছে ভোর রাতেই এসব করা হয়েছে। বিপুল ভৌমিক। বললেন,আমাদের বাড়িতে একটি পারিবারিক মন্দির রয়েছে। সকালে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। গাড়ির ড্রাইভার রাস্তায় উপরে থাকা প্রতিমা দেখতে পেয়ে । আশেপাশের লোকজনকে ডাকাডাকি করেন পরে পাশের মানুষ এসে দেখে রাস্তার উপর পতিমা রাখা। সরোজমিনে দেখা যায়,দুটি মন্দিরের দূরত্ব প্রায় ১৫০ গজ।মন্দিরের পাশ দিয়ে পাকা রাস্তা। মাত্রি মন্দির থেকে দেবী মা কালি প্রতিমা ও পারিবারিক মন্দির থেকে দেবী স্বরস্বতীর প্রতিমা রাস্তায় এনে রাখা হয় ।। মা কালীর প্রতিমা নিচের অংশে কিছুটা ভেঙে গেছে। মন্দিরে একটি বিপদ সংকেত চিহ্ন এঁকে দেয়া হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন,খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।প্রতিমা রাস্তার উপর এনে রাখা হয়েছে,ভাঙচুর করা হয়নি। কিন্তু কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তার রহস্য বের করার চেষ্টা চলছে তাদের কে আইনের আওতায় আনাহবে।