রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুমরাকান্দি ইমাম বাড়ি সড়কে নিজ বাড়িতে “বক্স বাড়ি এন্টারপ্রাইজ ” নামে গড়ে তুলেছেন নতুন ব্যবসা , যেখানে সুলভ মূল্যে ক্রেতা পাবে ইট, বালু, সিমেন্ট, রড,ইটের তৈরি খোয়া , সিমেন্টের খুঁটি, রিং, স্লাব, চারী, ইত্যাদি।
কৃষকলীগ নেতা হাবিবুর রহমানের নতুন ব্যবসায় এলাকাবাসীর মনে ব্যাপক সাড়া ফেলেছে। একাধিক এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন এই এলাকার বেকার সমস্যার সমাধান করার জন্য উপজেলার কৃষকলীগের সদস্য সচিব হাবিবুর রহমান নতুন ব্যবসা খুলেছে।ব্যবসার শুরুতে এলাকার দুইজন বেকার যুবক দিয়ে তিনি ব্যবসার কাজ শুরু করেছেন। ব্যবসা । বাড়লে এলাকায় বেকার যুবকের সংখ্যা থাকবে না বলে ভাবছেন এলাকাবাসী।
গোয়ালন্দ উপজেলার কৃষকলীগের সদস্য সচিব ও নতুন ব্যবসার প্রোপাইটার হাবিবুর রহমান বলেন, আমার এলাকাবাসীর যদি ইট বালু সিমেন্ট ইত্যাদি প্রয়োজন হয় তাহলে তাদের অনেক দূর থেকে এগুলো ক্রয় করে নিয়ে আসতে হয়।আমি সে দিক বিবেচনা করে আমার বাড়ির আঙিনায় যে জায়গাটা রয়েছে সে জায়গাটা আমি এই ব্যবসাটা শুরু করেছি। যেন এলাকাবাসী খুব সহজে এবং সুলভ মূল্যে এই পণ্যগুলি ক্রয় করে তাদের কাজে ব্যবহার করতে পারে।