দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে আটকা পড়লো ২৬ কেজি ওজনের বিশাল একটি পাঙ্গাস মাছ । মাছটি ৩৯হাজার টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৮জুলাই) সকাল ১০টার সময় মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে পরান হলদারের এর জালে বিশাল একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে।
জানা গেছে, জেলে পরান বুধবার সকাল ১০ টার দিকে নৌকায় থেকে মাছটি দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের আড়ৎতে নিয়ে আসলে উন্মুক্ত ওয়াকশনের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী লালচাঁদ ও মাসুদ মোল্লা মাছটি ১৪’ শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৭’ শ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। এ সময় বিশাল আকারের মাছটি দেখতে সেখানে উৎসুক জনতারা ভিড় জমায়।
পরে মাছটি ১ হাজার ৫’শ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় ঢাকার এক কাঁচামাল ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী লালচাঁদ খান জানান, এখন নদীতে নতুন পানি বৃদ্ধি পাচ্ছে সে কারনে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।
এত বড় পাঙ্গাস মাছ সব সময় নদীতে পাওয়া যায় না। তবে মাঝে মধ্যে দুই একটি বড় মাছ পাওয়া যায়