(৩০) জুন বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কেকেএস শিশু প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৬০ জন যৌনকর্মীর মাঝে ত্রাণ বিতরণ করেন কেকেএস বাংলা-হেল্প ও এডব্লিউআর।
ত্রাণ বিতরণ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কে কেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্টন দাস ডিপার্টমেন্টাল কর্মকর্তা বিসিএসএফ,লুথার দাস ভলেন্টিয়ার প্রজেক্ট ফোকাল পার্সন বিসিএসএফ বাংলা-হেল্প , আব্দুর রহমান মন্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, শামীমা আক্তার মুনমুন সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাফফর হোসেন।
৬০ জন যৌন কর্মীর মধ্যে ত্রাণ সামগ্রী তালিকা ছিল, চাউল দুই কেজি, তেল তিন লিটার, ডাল দুই কেজি, চিনি এক কেজি, লবণ এক কেজি, আলু দুই কেজি, পেঁয়াজ দুই কেজি, গুঁড়ো দুধ ৫০০ গ্রাম, গোসলের সাবান তিনটি, কাপড় কাচার সাবান তিনটি, নগদ ৫০০ টাকা।
ত্রাণ বিতরণ শেষে বিদ্যালয়ের বাগানে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়।