রাজবাড়ীর বালিয়াকান্দিতে লম্পট চাচা শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অ’ভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বালিয়াকান্দি থা’নায় একটি মাম’লা দায়ের করেন তার চাচা শ্বশুরের নামে। তবে মাম’লা দায়েরের পর দশ দিন পার হলেও আ’সামিকে গ্রে’ফতার করা সম্ভব হয়নি।
লম্পট চাচা শ্বশুর জেলার বালিয়াকান্দির বহরপুর ইউপির মাতাল খালি গ্রামের আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির।
ধর্ষিত হওয়া ওই গৃহবধূ জানিয়েছেন, তারা খুব হতদরিদ্র মানুষ । চাচা শ্বশুর ইউনুস ফকির । গত ২৭ মে দুপুরে আমাদের বাড়িতে আসেন এবং লম্পট চাচা শশুর আমার দিকে তাকিয়ে বলেন, তোর স্বাস্থ্য আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে ,চাচা শশুর আমাকে আরো বলেন তোর চিকিৎসা দরকার আমি কবিরাজি জানি আমি তোকে গাছের ওষুধ দেবো এই কথা বলে আমাকে বাড়ির পেছনের ঘাস ক্ষেতে আস্তে বলে । তোর আর তোর স্বামীর নাম আর ছবি একটা কাগজে লিখে নিয়ে আয়, একটা ওষুধ দিবো তুই ভালো হয়ে যাবি । লম্পট চাচা শশুরের এই কথা সরল মনে বিশ্বা’স করি এবং কাগজে নিজের ও স্বামীর নাম লিখে ঘাস ক্ষেতে যাই । এসময় ওই কাগজ দেবার সঙ্গে সঙ্গে লম্পট চাচা শশুর আমার মুখ চেপে ধরে ঘাস ক্ষেতে নিয়ে জোরজবস্তি করে আমাকে ধর্ষণ করে । পরে বাড়ি ফিরে ঘটনার দিনই থা’নায় মাম’লা দায়ের করি ।
এ বিষয়ে বালিয়াকান্দি থা’নার ওসি তারিকুজ্জামান জানান, ওই গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই ইউনুস ফকির আ’ত্মগোপ’নে থাকায় তাকে গ্রে’ফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রে’ফতার করতে অ’ভিযান অব্যা’হত রয়েছে।