রানীনগর উপজেলা সৈনিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ৬৫ সদস্য বিশিষ্ট। উক্ত কমিটির সভাপতি নিযুক্ত করা হয় পাভেল রহমান কে, সাধারণ সম্পাদক করা হয় সেলিম হোসেন কে।
জেলা সৈনিক দলের সভাপতি সজীব কুমার উক্ত কমিটি অনুমোদিত করে। ও সাধারণ সম্পাদক মমতাজ অনুমোদিত করে। বিএন পির হাত কে শক্তি শালী করার লক্ষে উক্ত কমিটি গঠন করা হয়। এমনটি বলেছেন উক্ত কমিটির সভাপতি পাভেল রহমান।
বাংলাদেশের রাজনীতিতে এক অপরূপ নাম বিএন পি।সময়ের সাথে তাল মিলিয়ে নতুন রুপে রাজনীতিতে ফিরতে চান বাংলাদেশ সৈনিক দল।