নওগাঁ রানীনগরে উপজেলা সদর থেকে আবাদপুকুর চারমাথায় শেষ, 22 কিলোমিটার প্রশস্ত কাজ আড়াই বছরে ও শেষ না হওয়াই কাজের আদেশ বাতিল করা হয়েছে। একই সাথে ঔ ঠিকাদারী প্রতিষ্ঠান কে জরিমানা গুনতে হয়েছে আলাদা ভাবে। ফলে আর ও পিছিয়ে পড়লো রাস্তার কাজ। তার সাথে এলাকার লোকজনের চলাফেরা নানা রকম ভাবে সমস্যা হবে বলে ধারনা করা যাচ্ছে।
এ দিকে ঠিকাদারী সাথে কথা বলে আমরা জানতে পারি যে এই কাজ শেষ করতে চায়লে তাদের পকেট থেকে আলাদা ভাবে গুনতে হবে বিশ লাখ টাকা। তাই আমরা এই কাজ আর করতে চাচ্ছি না। এই ঠিকাদারী অধিনে কাজ ছিলো 20টি কালভাট ও 10 মিনি সেতু।