নওগাঁ রানীনগর পারইল গ্রামে পবিত্র ঈদুল আযহা’ র নামায ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। তবে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল মুসল্লী এ নামাজে অংশ গ্রহন করে। উক্ত ময়দানে উপস্থিত ছিলেন গ্রাম পুলিশের একটি টিম।
সবাই মাস্ক পড়ে উক্ত নামাজে অংশ গ্রহন করে। এবং উক্ত স্থানে সবার মাঝে মাস্ক বিতারন করা হয়। অনেক দিন পর ঈদ গাহে নামায অনুষ্ঠিত হওয়াই সকল মুসল্লী খুব আনন্দিত।
করোনা মহামারী কারনে গত দুই বছর যাবত ঈদ গাহে কোনো নামাজ অনুষ্ঠিত হয় নি। উক্ত নামাযে সকল মুসল্লী এক হয়ে লাবাইক আল্লাহহুমা ধনীতে মুখরিত হয়।