আজ ২৫ জুলাই সকাল থেকেই মির্জাগঞ্জ প্রশাসনের অনমনীয় অবস্থান লক্ষ্যকরা গেছে। আজ রবিবার সুবিদখালীতে ছিলো সাপ্তাহিক হাট। হাট উপলক্ষে ভোরবেলায় অনেক মানুষের সমাগম হয় সুবিদখালী বাজারে। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের একদল সদস্য এসে হাটে জমায়েত লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।এরপর নিমেষেই জনশূন্য হয়ে যায় সুবিদখালী বাজার। এসময় সরকারের বিধিনিষেধ অমান্য করার অপরাধে হাটে আসা লোকজনকে পুলিশের কড়া জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রায়হান-উজ্জামান এর পরিচালনায় ও মির্জাগঞ্জ থানা পুলিশের সহায়তায় মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্ট বসিয়ে সরকারের বিধিনিষেধ অমান্য করার অপরাধে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ এর ২৫ ( ১) (খ) ধারাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,ছোট ছোট যানবাহন,পথচারীদের ও একটি বিবাহ অনুষ্ঠানে বরকন্যা পক্ষকে অর্থদণ্ড দেওয়া হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ বলেন,সরকারের বিধিনিষেধ সম্পূর্নরুপে বাস্তবায়ন করিতে মির্জাগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্সে আছে।করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি সরকারের বিধিনিষেধ মেনে চলতে দৃঢ়ভাবে নির্দেশনা দেওয়া ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রবেশমুখে পুলিশের টহল জোরদার করা হয়েছে।