সরকার ঘোষিত প্রথম ৭ দিনের লকডাউনের আজ ৭ম দিন। লকডাউন বাস্তবায়ন করিতে মির্জাগঞ্জ উপজেলায় পুলিশ প্রশাসনের দৃঢ় অবস্থান।
আজ ৭ জুলাই বুধবার সকাল থেকেই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান এর পরিচালনায় মির্জাগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় সরকারের বিধিনিষেধ অমান্য করে জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বেড় হওয়ার কারণে ও সুবিদখালী বাজারে ০২ টি ঔষধের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে বিভিন্ন অংকের অর্থদণ্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য আমরা দৃঢ় অবস্থানে আছি। ০১ লা জুলাই থেকে আজ ৭ জুলাই এপর্যন্ত স্বাস্থ্য বিধিনিষেধ অমান্য করায়,মোটরবাইক,দোকানপাট ও পথচারীদের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করিতে এরকম অভিযান চলমান থাকবে।