বান্দরবান জেলার অন্তর্গত ৩নং ফাঁসিয়াখালী হায়দারনাসীতে রিপোর্টার ফরিদের উপর হামলা!
রিপোর্টার ফরিদ আজকের বসুন্ধরা পত্রিকার লামা সংবাদদাতা ও লামা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি।
১ লা জুন মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীরা শিক্ষক রিপোর্টার ফরিদকে তার পরিচালনাধীন স্কুলে জিম্মি করে দু’ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এর আগে প্রকাশ্যে বাজারে তার মোটর বাইকের গতিরোধ করে তাকে মারধর ও গাড়ি ভেঙ্গে দেয় বলে জানাগেছে।
এসময় স্থানীয় নাসির, হুমায়ুনসহ কয়েকজন তাকে হামলাকারীদের রোসাণল থেকে উদ্ধার করেন।
খবর পেয়ে লামা থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে বলে জানাযায়।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়ার দাবী করছি।