শর্তসাপেক্ষে শাবিপ্রবিতে আবারো লক ডাউন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা মহামারীর কারণে অনির্দিষ্ঠ কালের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে।
গত ৩১ মার্চ রোজ বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এটা কার্যকর থাকবে। তবে দিনের বেলায় অতীব জরুরী কাজ গুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে। কিন্তু বহিরাগত লোকদের বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৩১ মার্চ শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আর এম সি টিভিকে এ তথ্য জানান। তিনি বলেন, করোনার এ নতুন ভাইবকে মোকাবেলা করার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মচারীগণ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কাজ করে যাবেন। কতদিন পর্যন্ত এই নিয়ম থাকবে জানতে চাইলে বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। সবার জন্য দোয়া ও শুভ কামনা।