করোনা পরিস্থিতি বিবেচনায় দেশকে সুরক্ষিত রাখতে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে শাটডাউনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর আগে ২৫ জুন থেকে ময়মনসিংহের গুরুত্বপূর্ণ ১২টি এলাকায় লকডাউন ঘোষণা করে প্রশাসন যেখানে দোকানপাট বন্ধ রাখাসহ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
দেশে শাটডাউনের অগ্রীম খবর জানতে পেরে লকডাউন উপেক্ষা করে খুলে দেওয়া হয়েছে ময়মনসিংহ শহরের সকল দোকানপাট। রাস্তায় চলছে গাড়ি, জনগণের চলাচল স্বাভাবিক। কোনো কোনো শপিংমলে আবার দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
এ ব্যাপারে একজন শপিংমলের বিক্রেতার সঙ্গে কথা বললে তিনি বলেন, “একদিন পর থেকে কঠোর শাটডাউনে যাচ্ছে সরকার যেখানে দোকানপাট তো খোলা সম্ভবই না তাই এই দু-একদিনে যতটুকু পারি বেচাকেনার চেষ্টা করছি, নিজেদের ও তো পরিবার রয়েছে।”