সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারে পাশে দাঁড়ালো বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) হামলায়
ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের উদ্যোগে নির্যাতিত পরিবারের মধ্যে শাড়ী,ধূতি গামছা,বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় সহ-সভাপতি পংকজ কুমার ভট্টাচার্য, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট অশোকানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ডাঃ কালীপদ আচার্য, সাংগঠনিক সম্পাদক অমল কুমার ভট্টাচার্য ও ব্রাহ্মণ যুব কিশোর সংসদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহুল চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্রাহ্মণ সংসদের বেনীমাধব ভট্টাচার্য, কেতকী রঞ্জন ভট্টাচার্য, সুনামগঞ্জ ব্রাহ্মণ সংসদের সুবিনয় চক্রবর্তী চন্দন, বিপুল ভট্টাচার্য, অমিত চক্রবর্তী, অশোক গোস্বামী, বিপ্লব ভট্টাচার্য, ভানু চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী শাল্লার বিকাশ চক্রবর্ত্তী সহ স্থানীয় নেত্রীবৃন্দ।