বখাটেদের অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিল কুলসুম খাতুন(১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী। বিষপানে মারা যাওয়ার পর এমনটি অভিযোগ করেছে হতভাগা কুলসুমের রিক্সা চালক বাবা। তার অভিযোগ প্রতিবেশী তিন বখাটে নিজ ঘরে তার মেয়েকে লাঞ্চিত করার পর লোক লজ্জার ভয়ে সে বিষপান করে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার ছোট ধলহরা গ্রামে। কুলসুম ছোট ধলহরা গ্রামের মো: আক্তার শেখের মেয়ে ও বরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।বিষপান করার পর কুলসুমকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ২-০৬-২০২১ বুধবার রাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।