মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে খেলতে গিয়ে কসটেপে পেঁচানো বস্তু বিস্ফোরণে কব্জি উড়ে গেছে ৮ বছরের এক শিশুর। এসময় অপর আরেক শিশু আহত হয়। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাঘড়া তলুকদার বাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। কব্জি উড়ে যাওয়া শিশু আব্দুল্লাহকে(৮) পঙ্গু হাসপাতালে ও মুখে আঘাত প্রাপ্ত) মারিয়াকে (৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দিনমজুর বাবু শেখের ছেলে আব্দুল্লাহ ও রিকশাচালক রুবেল শেখের মেয়ে মারিয়া বাড়ির নীচে পতিত্যক্ত নীচু জমিতে খেলতে যায়। এ সময় আব্দুল্লাহ কুড়িয়ে পাওয়া কসটেপ পেঁচানো বস্তু নিয়ে খেলা শুরু করলে বস্তুটি বিস্ফোরণে তার ডান হাতের কব্জি উড়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তারা ঘটনাস্থলে মাংসপিন্ড ও হাতের আঙুল পরে থাকতে দেখেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করেন। মিডফোর্ট হাসপাতাল থেকে আব্দুল্লাহকে পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আব্দুল্লাহর চাচী হেনা বেগম( ৪০) জানান, প্রচন্ড শব্দের পর ঘটনাস্থল ধোঁয়ায় কালো হয়ে যায়। বিস্ফোরণে সেখানে গাছের বাকল উঠে গেছে। হাতের বিভিন্ন অংশ ও ছিন্ন ভিন্ন কসটেপ ও লোহার ছোট ছোট স্ক্রু সেখানে পরেছিল। পরে পুলিশ এসে এগুলো নিয়ে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিস্ফোরিত বস্তুটি ককটেল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।