গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টায় শ্রীপুর পৌরসভা আনসার রোড বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহত হাসিবুল হাসান শান্ত (২৫) পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার চরখামের গ্রামের জামান বেপারির সন্তান।
মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, প্রায় পনেরো দিন আগে শান্ত মাওনা কেয়ার হাসপাতালের ফার্মেসীতে ঔষধ বিক্রির কাজে যোগ দেন। সোমবার সকালে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঔষধ ডেলিবাড়ি দিতে যাবার সময় আনসার রোড এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি কভার্ডভ্যান তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। চাপা দেয়ার সাথে সাথেই ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।