সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার এবং ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
বুধবার (মে ১৯) সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সুজন জেলা ও মহানগর কমিটি আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন মহানগর সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমদ লিটন, সাধারণ সম্পাদক আলী ইউসুফ, জেলা সাধারণ সম্পাদক ওয়াজদানি কোরায়শী কাজল, সাংবাদিক হারুনুর রশিদসহ অন্যরা।