করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার পরেও মানুষের ভিতরে তেমন কোন সচেতনতা দেখা যাচ্ছে না।মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের দিক নির্দেশনায় মানুষের ঘরে ফেরাতে সদর উপজেলার কদমতলা বাজারের অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করেছেন নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। বৃহস্পতিবার সদর উপজেলার কদমতলা বাজারে এ অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থাবিধি মেনে চলা, জনসমাগম না করা, মুখে মাস্ক পরিধান করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হবার জন্য পরামর্শ প্রদান করেন সদর নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।