করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল হালিম শেখ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের মৃত শতকত মাস্টারের মেজো ছেলে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ কারী সার্জেন্ট হালিম শেখের ভাইপো হুমায়ুন কবির হৃদয় জানান, তাঁর চাচা গত দু’ সপ্তাহ আগে গ্রামের বাসায় জরুরী কাজে বেড়াতে আসে। দু,তিনদিন থাকার পরে তাঁর চাচার সামান্য জ্বর সর্দি হয়, প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলে তিনি নিজ বাসা যশোর চলে যান। এসময় তিনি শ্বশুর বাড়িতে অবস্থান করতে থাকেন। সেখানে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে গত ১০ জুন, (বৃহস্পতিবার) সিএমএইচ যশোরে তাঁকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলমান থাকে কিন্তু পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ২০ জুন, (রবিবার) বেলা ১২ টায় তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এসময় হার্টবিট ক্রমে কমতে থাকে। ২০ জুন, (রবিবার) সন্ধ্যা ৭ঃ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থান অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট হালিম শেখের মৃত্যু হয়। উল্লেখ্য তিনি দীর্ঘ দিন ফুসফুস জনিত রোগেও ভুগছিলেন। হসপিটালে লাশ হস্তানন্তর প্রক্রিয়া সম্পন্ন হলে রাতেই তাঁর মৃত দেহ গ্রামের বাড়িতে আনা হয়। ২১ জুন, (সোমবার) সকাল ১০:২০ মিনিটে মৃত সার্জেন্ট হালিম শেখের জানাযা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়। তাঁর জানাযা নামাজ পড়ান লক্ষনপুর পূর্বপাড়া জামে মসজিদের খতিব জনাব আহমদউল্লাহ। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে কবর দেওয়া হয়।
মৃত্যুকালে সার্জেন্ট হালিম শেখ এক স্ত্রী এবং তিন মেয়ে রেখে যান। বড় মেয়ে মেহেনাজ আফরোজ মলি(২৩)
মেজো-মেহেজারিন(১৬) এবং
ছোট -মেহেরিন(১১)।
প্রসঙ্গত : করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সার্জেন্ট হালিম শেখ বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সাথে বহুবছর চাকুরী করেছেন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি অবসরে যান। সদা হাস্যজ্জল সকলের পরিচিত এই মানুষটার মৃত্যুতে নিজ গ্রামসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।