1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কলমাকান্দা উপজেলা জামায়াত আমীরের সুস্থতা কামনায় দোয়া নেত্রকোণার -কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫ জন ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে……এহসানুল মাহবুব জুবায়ের নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে ১১’শ তাল বীজ রোপণ ভারতে পালানোর সময় সীমান্তে নওগাঁর সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী গ্রেপ্তার লামায় লাগাতার অবরোধ কর্মসূচি দিয়েছে সিএনজি সমিতির সদস্যরা সানন্দবাড়ী সিনিয়র মাদরাসা অধ্যক্ষর দূনীতির তদন্ত নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে এক ব্যবসায়ীর উদ্যোগে প্রতিদিন তিন  হাজার মানুষের খাবার আয়োজন ভূরুঙ্গামারীর পাগলারহাটে ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষে ১১ নেতাকর্মী আহত নান্দাইল মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা লিয়াকত হোসেন লিটন’র মৃত্যুতে সাংবাদিকদের শোক প্রস্তাব

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে অবসর প্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল হালিম শেখ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের মৃত শতকত মাস্টারের মেজো ছেলে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ কারী সার্জেন্ট হালিম শেখের ভাইপো হুমায়ুন কবির হৃদয় জানান, তাঁর চাচা গত দু’ সপ্তাহ আগে গ্রামের বাসায় জরুরী কাজে বেড়াতে আসে। দু,তিনদিন থাকার পরে তাঁর চাচার সামান্য জ্বর সর্দি হয়, প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলে তিনি নিজ বাসা যশোর চলে যান। এসময় তিনি শ্বশুর বাড়িতে অবস্থান করতে থাকেন। সেখানে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে গত ১০ জুন, (বৃহস্পতিবার) সিএমএইচ যশোরে তাঁকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলমান থাকে কিন্তু পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ২০ জুন, (রবিবার) বেলা ১২ টায় তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এসময় হার্টবিট ক্রমে কমতে থাকে। ২০ জুন, (রবিবার) সন্ধ্যা ৭ঃ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থান অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট হালিম শেখের মৃত্যু হয়। উল্লেখ্য তিনি দীর্ঘ দিন ফুসফুস জনিত রোগেও ভুগছিলেন। হসপিটালে লাশ হস্তানন্তর প্রক্রিয়া সম্পন্ন হলে রাতেই তাঁর মৃত দেহ গ্রামের বাড়িতে আনা হয়। ২১ জুন, (সোমবার) সকাল ১০:২০ মিনিটে মৃত সার্জেন্ট হালিম শেখের জানাযা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়। তাঁর জানাযা নামাজ পড়ান লক্ষনপুর পূর্বপাড়া জামে মসজিদের খতিব জনাব আহমদউল্লাহ। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে কবর দেওয়া হয়।
মৃত্যুকালে সার্জেন্ট হালিম শেখ এক স্ত্রী এবং তিন মেয়ে রেখে যান। বড় মেয়ে মেহেনাজ আফরোজ মলি(২৩)
মেজো-মেহেজারিন(১৬) এবং
ছোট -মেহেরিন(১১)।

প্রসঙ্গত : করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সার্জেন্ট হালিম শেখ বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সাথে বহুবছর চাকুরী করেছেন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি অবসরে যান। সদা হাস্যজ্জল সকলের পরিচিত এই মানুষটার মৃত্যুতে নিজ গ্রামসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD