সুনামগঞ্জের শাল্লা দাড়াইন বাজারের দক্ষিণ পাশে হাওর রক্ষা বাঁধের নিকট থেকে ভাঁসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ আনুমানিক (৩৪) উদ্ধার করেছে শাল্লা থানা পুলিশ।
সোমবার দুপুর ২টায় লাশ উদ্ধার করে শাল্লা থানায় নিয়ে আসে লাশ উদ্ধারকারী পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত নারীর পরনে ছিল বেগুনি রঙের ম্যাক্সী।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে দাড়াইন বাজারের কাছে হাওর রক্ষা বাঁধের পাশে এক নারীর লাশ ভাঁসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় মিলেনি বলে পুলিশ সূত্রে জানা যায় ।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর আলম জানান, স্থানীয়দের তথ্য মতে হাওর রক্ষা বাঁধের পাশে ভাঁসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।