স্রষ্টার মাঝে সৃষ্টি
আনিছুর চৌধুরী
লক-ডাউন আর মাস্ক পরা
এগুলো নয় ভূল,
স্রষ্টার কথা স্মরন করো
এটাই হলো মূল ।
স্রষ্টারীতো সৃষ্টি হলো
COVID-19 ভাই,
স্রষ্টার ছারা “কভিড” থেকে
বাঁচার উপায় নাই।
যত বেশী স্মরন করবে
মহান রবের উক্তি,
তত বেশী মিলবে মোদের
মহামারীতে মূক্তি ।
স্রষ্টার মাঝে যত শান্তি
স্রষ্টার মাঝেই মুক্তি,
দুর হবে যে মহামারী ভাই
দুর হবে সব ক্লান্তি ।
করোনার কথা স্মরন কর
ধর্ম পথে চলো,
তোমার মত ভাবুক হবে
স্রেষ্ঠ পথের আলো ।
তোমায় দেখে শিখবে তারা
সজাগ যারা নয় ,
সজাগ হয়ে মানবে নিয়ম
স্রষ্টার কথা কয় ।আবাল-তাবাল করোনা ভাই
“কভিড” আছে সামনে ,
নিয়ম-কানুন আর স্রষ্টা ছারা
মূক্তি মিলবে কেমনে ।
স্রষ্টার মাঝেই সৃষ্টি আছে,
বলবে যখন সবে,
স্রষ্টা তখন খূশী হয়ে,
মূক্ত করে দিবে ।