ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামীকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৬ ঝিনাইদহ।
গত ১৭/০৫/২১ ইং তারিখে ঝিনাইদহের হরিণাকুন্ডুর ময়েন খালী এলাকা থেকে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় মোঃ তুষার আহমেদ (২০) তাকে পাবনায় রেখে ০২ দিন ধরে নির্মমভাবে ধর্ষণ করে।পরবর্তীতে ভীকটিমকে কুষ্টিয়ার জেলা ইবি থানাধীন লক্ষীপুর বাসষ্ট্যান্ড এলাকায় ফেলে রেখে ধর্ষক তুষার পালিয়ে যায়।
এই বিষয়ে ভীকটিমের বাবা হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৬, তারিখ :২০/০৫/২১ ইং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৯(১)৩০।
এই প্রেক্ষিতে সোমবার ২৪ মে ২০২১ ইং তারিখ ভোর ০৪:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়া জেলার ইবি থানাধীন পশ্চিম আবদালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার মালিপাড়া গ্রামের মৃত- নাজিম জোয়ার্দ্দারের ছেলে তুষার জোয়ার্দ্দারকে গ্রেফতার করে।
পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়।