—পলাশ বড়ুয়া—
হায়েনার চোখ পড়েছে
নিরীহ মানুষদের ওপরে,
যে বর্বরতা, হিংস্রতার শেষ নেই
আল-আকসা মসজিদে রক্তের স্রোত ।
পবিত্র জুমাতুল-বিদা’র দিন বাদ যায়নি
ইসরাইলী পুলিশ চালিয়েছে গুলি,
নরপিশাচরা মানুষের আর্তনাদে উল্লাস করে
শিশু, কিশোর, যুবক বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না।
একটি জাতির স্বাধীনতা কেড়ে নিয়ে
গাজা, পূর্ব জেরুজালেমে অশান্তির আগুন জ্বেলেছে,
এগুলো শুধু হত্যাই নয়, গণহত্যা, গণহত্যা
গুলি-বোমা-আর বিমান হামলায় কম্পিত।
ইহুদি হায়েনাদের জন্ম কেমন?
ওরা কী ওদের মাকেও মারে?
ওদের তো মায়া মমতা কিছুই নেই
বুটের তলায় মানবতাকে পিষ্ট করে।
বিশ্ব মানবতা, বিশ্ব বিবেক আজ কোথায়?
প্রতিদিন আর কত নিরীহ ফিলিস্তিনীর ঝরবে প্রাণ?
সকলে করতে হবে এ বর্বরতার প্রতিবাদ
সকলকে দাঁড়াতে হবে নিরীহদের পাশে।
একদিন হয়তো ভেসে যাবে ওরা
নিরীহ মা বোনের চোখের পানিতে,
সেদিন সাঁতার জানলেও পার পাবে না
সৃষ্টিকর্তা ওপর থেকে সবই দেখছেন।
তোমরা ইহুদি, তোমাদের ভারী অস্ত্র আছে
তোমাদের ট্যাংক, বিমান মরণাস্ত্র সবই আছে,
তাই তোমরা নিমিষেই নিরীহ মানুষ মারতে পারো
আমাদের শক্তি খোদার কাছে দুই হাত তোলা ফরিয়াদ।
একদিন হায়েনার চোখ অন্ধ হবে
বাঁচার আকুতি জানাবে নরপিশাচরা,
আজ যেভোবে আকুতি জানায় নিরীহ মানুষ
সেদিন আর পালানোর পথ খুঁজে পাবে না।
মোনাজাতে বসে ফেলা চোখের পানি
বৃথা কখনো যায়নি, যাবেও না,
একদিন তোমাদের পতন হবেই
পৃথিবী থেকে বিলুপ্ত হবে হায়েনার দল।