কবিতা লিখতে ঠিক যতখানি আবেগ প্রয়োজন
তার সামান্যও বাকি নেই বোধহয়।
মগজ এখন প্রতিনিয়ত ব্যস্ত থাকে
নতুন কোন শোক সংবাদ হজমের শক্তি সঞ্চারে।
বরফের ছুরি টুকরো টুকরো করে হৃদয়, চোখ।
নিজ চোখে নিজের পচে-গলে-থেতলে যাওয়া ফুসফুস দেখি ঘুমের ভেতর।
হায়নার মতো অট্টহাসি শুনি কথিত প্রিয়জনের
অথবা আর্তচিৎকার।
অথবা আর্তচিৎকার করে ওঠে
আমার পুরনো স্মৃতি, অনাগত দিন।
সহস্র তারে ধ্বনিত হয় শূন্যতার সিম্ফনি।
গভীর অন্ধকারে খুন হয় আমার শহর, গ্রাম, মেঠোপথ।
আমি প্রস্তুত হই
মাথার ওপরে ঘুরতে থাকা কাকেদের মতো
নতুন কোন শোক সংবাদ অথবা প্রজ্ঞাপনের।
কবি: হীরক মুশফিক
শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।