ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ৭ শতাধিক হত-দরিদ্রকে, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের যাকাত ফান্ডের অর্থায়নে শনিবার (৮ ই মে) ঈদ উপহার প্রদান করা হয়। উপহার হিসেবে পুরুষগণ পান একটি করে নতুন লুঙ্গি আর মহিলাগণ পান একটি করে নতুন শাড়ি।নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ, বিধবা নারী ও হত-দরিদ্র মানুষজন নতুন জামা পেয়ে দারুণ খুশি। নতুন জামা না পেলে তাদের অধিকাংশই পুরাতন কাপড়ে ঈদ করতেন।
ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব ওয়ালী উল্লাহ বলেন ” ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই আমাদের এমন আয়োজন। ঈদটাকে আমরা সবাই আনন্দে উদযাপন করতে চাই।বিতরণ কার্যে অংশ নেন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছাত্তার, সম্মানিত পরিচালক মাওলানা শফিকুল ইসলাম। কো-অর্ডিনেটর মাওলানা হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ তারিক জামিলসহ প্রমুখ ব্যক্তিবর্গ৷